Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

১৯৯০ সনের মার্চ মাসের ১১ তারিখে সাতক্ষীরা জেলার ২য় পৌরসভা কলারোয়া পৌরসভা গঠিত হয়। ১৯৯০ সনে পৌরসভা গঠিত হলেও এই পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি। হয়নি নগর পিতা নির্বাচন। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত প্রশাসক ই হন পৌর পিতা। এই সময় পৌরসভা সম্পর্কে জনগনের সঠিক ধারনা না থাকায় জনগনও তাদের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন। এর পর 2011 সালের ফেব্রুয়ারী মাসে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে  ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভায় ২য় মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভায় বর্তমানে সকল ওয়ার্ডে সড়ক বাতির সুবিধা আছে এবং প্রায় ১২০০ সড়কবাতি আছে। অতিদ্রুত পৌরএলাকায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। পৌরসভার অভ্যন্তরে ওয়াটার এইড এর আর্থিক সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশনের তত্ববধানে প্রায় ২০০ টি এআইআরপি এর মাধ্যমে কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।জনসাধারণের সুবিধার্থে শহরের গুরুত্বপূর্ণস্থানে ০৫ টি পাবলিক টয়লেট নির্মান করা হয়েছে। শহর আবর্জনামুক্ত রাখতে পৌরসভা ও উদ্যোক্তাদের তত্ত্বাবধানে বসতবড়ি হতে ময়লা আবর্জনা সংগ্রহ করে নিরাপদস্থানে ডাম্পিং করা হচ্ছে। এছাড়া  প্রয়োজনীয় সংখ্যক রাস্তা ও ড্রেন নির্মান করা হয়েছে। সিমাভির অর্থায়নে প্রাকটিক্যাল একশন এবং উত্তরণ পৌর এলাকায় জনসাধরণের ওয়াশ অধিকার নিশ্চিত করার কাজ করছে। এইচ পি আশা ওয়াশ সেক্টরে বেসরকারী উদ্যোক্তা তৈরীর কাজ করছে। অগ্রগতী সংস্থা সুশাসন নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।